১১৫ বছরে সাধন চক্রবর্তীর জীবনাবসান

রাঙ্গামাটি গৌর নিতাই আশ্রমের সেবায়েত সাধন চক্রবর্তী গোস্বামী আর নেই। আজ বুধবার (১০ এপ্রিল) দুপুর ২টায় আশ্রম সংলগ্ন নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েকবছর ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

মৃত্যুকালে সাধন চক্রবর্তী গোস্বামীর বয়স ১১৫ বছর হয়েছে বলে জানান তার কনিষ্ঠ সন্তান বিশু চক্রবর্তী। ব্যক্তিগত জীবনে সাধন চক্রবর্তী গোস্বামী ৫ কন্যা ও ৪ পুত্র সন্তানের জনক। তার সহধর্মিণী সুহাসিনী চক্রবর্তী ২০১২ সালে মৃত্যুবরণ করেন। 

পারিবারিক সূত্র জানিয়েছে, রাঙ্গামাটির আসামবস্তি হিন্দু বৌদ্ধ কেন্দ্রীয় মহাশ্মশানে তার সমাধি কার্য সম্পন্ন হবে।

জানা গেছে, সাধন চক্রবর্তী রাঙ্গামাটি পুরোহিত কল্যাণ সমিতির উপদেষ্টা ও বিগত ৪৫ বছর যাবত রাঙ্গামাটি জেলা শহরের মাঝেরবস্তি শ্রী শ্রী গৌরনিতাই আশ্রমের সেবায়েত ছিলেন। এর আগে, তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার জলিলনগর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রী শ্রী জগন্নাথ বাড়ির সেবায়েত হিসেবে ছিলেন। সাধন চক্রবর্তীর জন্মস্থান চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ৯ নম্বর আমুচিয়া ইউনিয়নে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //