‘বিপথগামীরা স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত অভিযান চলবে’

বান্দরবানের রুমা ও থানচিতে ঘটে যাওয়া ঘটনা খুবই নিন্দনীয় উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, অবৈধ অস্ত্রধারী বা সংগঠনের কাউকে ছাড় দেওয়া যাবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান। বিপথগামীরা যতদিন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরে না আসে ততদিন এ অভিযান চলমান থাকবে।

আজ বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় বান্দরবান সদরে সার্কিট হাউজে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক।

এর আগে সকালে রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন ডিজি। পরে দুপুর আড়াইটার দিকে সার্কিট হাউজে জেলার বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

এম খুরশীদ হোসেন বলেন, এ এলাকায় শান্তি প্রতিষ্ঠা কমিটি রয়েছে। তাদের সঙ্গে কিংবা জেলা প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, আনসার ও র‌্যাব সদস্যরা রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ করে শান্তি আলোচনার মাধ্যমে বিপদগামীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। শান্তি আলোচনার পথ এখনো খোলা রয়েছে। সংঘর্ষ বা সংঘাত কারোরই কাম্য নয়।

এসময় বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম, বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তরের কর্নেল সোহেল আহমেদ, ডিজিএফআইয়ের কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদ, র‌্যাব পরিচালক (এয়ার উইং) লে. কর্নেল মীর আসাদুল আলম, র‌্যাব পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কর্নেল আবু নাঈম মো. তালাত, পরিচালক (ইন্টেলিজেন্স উইং) লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //