চুয়াডাঙ্গায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী, বর ও কনের বাবাকে জরিমানা

চুয়াডাঙ্গা সদরের ইসলামপাড়ার স্থানীয় ক্লাব প্রাঙ্গণে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

গতকাল রবিবার (২১ এপ্রিল) রাত ১১টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে না করানোর শর্তে দুই পরিবারের থেকে মুচলেকাও নেয়া হয়।

এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনার দিন রাতে জানতে পারি চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমী থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়া এক কিশোরী শিক্ষার্থীর বাল্যবিয়ে হবে। যার বয়স ১৮ বছর হয়নি।’ 

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির সত্যতা পাই। এরপর ভ্রাম্যমাণ আদালত কিশোরীর বয়স ১৮ বছর না হওয়ায় তার বাবা আজিম উদ্দিনকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ২ হাজার টাকা ও ছেলের বয়স ২১ বছর না হওয়ায় একই ধারায় তার বাবা সাহাবুল ইসলামকে ৫ হাজার টাকা টাকা জরিমানা করে।’

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে অবগত করে উভয় পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়া হয় বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //