কাপ্তাইয়ে ১৪ ফুট লম্বা অজগর অবমুক্ত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি থেকে উদ্ধার করা একটি অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় ১৪ ফুট দৈর্ঘ্য ও প্রায় ১৫ কেজি ওজনের অজগরটি অবমুক্ত করে বন বিভাগের সদস্যরা।

এর আগে, সোমবার রাত ৩টায় স্থানীয়রা অজগরটি লোকালয় থেকে উদ্ধার করেন।

অবমুক্তকরার সময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান খন্দকার, রাইয়ংখিয়ং বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা এএসএম মহিউদ্দিনসহ বন কর্মীরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই ইউএনও মো. মহিউদ্দিন জানান, উপজেলার বড়ইছড়ি এলাকার লোকালয়ে অজগরটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক গতকাল রাত ৩টায় উদ্ধার করে আমাদের খবর দিয়েছে। পরে অজগরটি বন বিভাগের নিকট হস্তান্তর করার পর আজ সকাল ১১টায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান জানান, লোকালয় থেকে উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য ১৪ ফুট লম্বা এবং প্রায় ১৫ কেজি ওজনের। কাপ্তাই জাতীয় উদ্যানের অরণ্যে এটি অবমুক্ত করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //