Logo
×

Follow Us

জেলার খবর

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৪, ১৭:১৬

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল বন্দর। ছবি: বেনাপোল প্রতিনিধি

মহান মে দিবস উপলক্ষে আজ সকাল থেকে বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে একদিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এদিন দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীর চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

আজ বুধবার (১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন।

তিনি জানান, আজ মহান মে দিবস, সরকারি ছুটি থাকায় দিবসটি উদযাপন উপলক্ষে দুই দেশের সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট মালিক ও ব্যবসায়ীরা বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে পণ্য আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে আজ বুধবার সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জানান, সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫