সংরক্ষিত বন বেদখল করে খামারবাড়ি, উচ্ছেদ করল বন বিভাগ

রাঙামাটির লংগদুতে সংরক্ষিত বন বেদখল করে গড়ে তোলা অবৈধ খামারবাড়ি উচ্ছেদ করল পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার পাবলাখালী রেঞ্জের রাঙ্গীপাড়া মৌজায় সংরক্ষিত বনে গড়ে তোলা খামারবাড়ির অবৈধ স্থাপনা ভেঙে দেয় বন বিভাগ।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম। এসময় উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র উপস্থিত ছিলেন। অভিযানে বিজিবি ৩৭ ব্যাটালিয়ন ও গুলশাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয়রা জানান, দুলাল হোসেন (মায়া পাগলা) নামের একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি প্রায় ৭/৮ বছর আগে বন বিভাগের আগর বাগান দখল করে খামারবাড়ি তৈরি করেন। যেখানে দেশি জাতের গরু, ছাগল, মুরগী ও মাছের চাষ করেন। এছাড়াও প্রায় আট একর জায়গা জুড়ে আম, মাল্টা ও পেঁপে বাগান গড়ে তোলেন।

উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার জানান, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জের রাঙ্গীপাড়া মৌজায় বন বিভাগের বেশ কিছু জমি স্থানীয় প্রভাবশালীরা বেদখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল। পরে বন বিভাগ বাধা দিলে দখলকারিরা আদালতের শরনাপন্ন হয়। আদালতে বিষয়টি মীমাংসা করে অবৈধ দখল উচ্ছেদের আদেশ দেন।

অবৈধ দখলদারের সকল স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও দখলকৃত জমিতে বনায়ন করা হয়েছে। অবৈধ দখলদারের বিরুদ্ধে আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //