বিমানের জরুরি অবতরণ, প্রাণে বাঁচলেন যাত্রীরা

চট্টগ্রামে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের এয়ার ক্রাফটের ব্রেকে হাইড্রোলিক ত্রুটি দেখা দেওয়ায় বিশেষ ব্যবস্থায় জরুরি অবতারণ করে। এতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল উড়োজাহাজে থাকা ১৭৫ যাত্রী।

আজ শুক্রবার (১০ মে) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

শাহ আমানতের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তানভির আহমেদ জানান, সকালে আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার ক্রাফটির ব্রেকে হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। ফলে স্বাভাবিক অবতরণ অনিশ্চিত হয়ে পড়ে। 

পরে বিকল্প ব্যবস্থায় ৭ মিনিটের মধ্যে ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ১৬৮ যাত্রী আর ৭ জন ক্রু। পরে টো-ট্রাক্টর দিয়ে এয়ার ক্রাফটটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //