Logo
×

Follow Us

জেলার খবর

যশোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে কলেজছাত্রকে হত্যা

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৪, ১২:৩৫

যশোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে কলেজছাত্রকে হত্যা

নিহত নুর হোসেন। ছবি: যশোর প্রতিনিধি

যশোরে ফুটবলকে কেন্দ্র করে নুর হোসেন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল শনিবার (১১ মে) রাত প্রায় দশটার দিকে শহরের শংকরপুর আকবরের মোড়ের বারেক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র।

নিহত নূর হোসেনের স্বজনরা জানান, গত শুক্রবার (১০ মে) শংকরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলযোগ বাধে। যা স্থানীয়রা মীমাংসার চেষ্টা করে দিলেও দুপক্ষের মধ্যেই রেশ থেকে যায়। শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরো কয়েকজন যুবক এসে নুরকে চাকু মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এসময় আশপাশের লোকজন নুরের চিৎকার শুনে এগিয়ে এসে নুরুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক নুর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। রাত ১১ টার দিকে খুলনায় নিয়ে যাওয়ার পথে নুরের মৃত্যু হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মূলত একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে শত্রুতা শুরু হয়। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫