আজমিরীগঞ্জে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে জুয়া ও মাদক বিরোধী অভিযানে নগদ অর্থসহ জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়ি গ্রেপ্তার হয়েছেন।

আজ শুক্রবার (২৪ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা। 

এর আগে বৃহস্পতিবার রাতে আজমিরীগঞ্জ থানা পুলিশ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর ও শরীফপুর ফুটবল খেলার মাঠে অভিযান পরিচালনা করে। এ অভিযানে জুয়া খেলার আলামতসহ পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানায় মামলা হয়েছে। 

জানা গেছে, পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা জেলায় যোগদানের পর তার নির্দেশে পুলিশ মাদক, জুয়া ও চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এছাড়াও অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //