শায়েস্তাগঞ্জে ১২৭ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অবৈধভাবে আসা ১২৭ বস্তা ভারতীয় চিনিসহ দুইজন গ্রেপ্তার হয়েছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা রাহিম মিয়া (২০) ও শায়েস্তাগঞ্জ পৌরসভার উদয়ন আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী উৎস পাল (২৭)। 

গতকাল বৃহস্পতিবার (৩১ মে) রাতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া ও ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে এসআই জাকারিয়া আহমেদসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে পৌর শহরের হাসপাতাল সড়কের একটি গুদাম থেকে ওই পরিমাণ ভারতীয় চিনিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানা মামলা হয়েছে। 

শুক্রবার দুপুরে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, অবৈধভাবে ভারত থেকে চিনিগুলো এনে গুদামজাত করে রাখা হয়। পুলিশ গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে চিনিসহ দুইজনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //