স্বামীর জিহ্বা কামড়ে ছিঁড়ে ফেললেন স্ত্রী

যশোরের চৌগাছায় স্বামী সোহাগ হোসেনের (২৭) জিহ্বা কামড়ে ছিঁড়ে ফেলেছেন তার স্ত্রী সীমা খাতুন। পারিবারিক কলহের জের ধরেস্ত্রী ক্ষুব্ধ হয়ে স্বামীর জিহ্বায় কামড় দেয়।

গতকাল সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সোহাগ চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

স্বজনরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে সোমবার সোহাগ ও তার স্ত্রী সীমার মধ্যে গোলযোগ হয়৷ এসময় সীমা ক্ষুব্ধ হয়ে সোহাগের জিহ্বায় কামড় দিয়ে অর্ধেকের বেশি ছিঁড়ে নেয়। তার চিৎকারে  বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসকরা জানান, জিহ্বা কেটে যাওয়ায় সোহাগ ঠিকমতো কথা বলতে পারছেন না। তাকে সব ধরণের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। 

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //