নলডাঙ্গায় চামড়া সংরক্ষণে মাদ্রাসায় লবণ বিতরণ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সংগ্রহ করা কোরবানির চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন এতিমখানা কওমি ও হাফিজিয়া মাদ্রাসা এবং লিল্লাহ বোর্ডিংয়ের প্রতিনিধিদের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১৫ জুন) নলডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক এই বিনামূল্যে লবণ বিতরণ করেন।

এছাড়াও বিভিন্ন এতিমখানা কওমি ও হাফিজিয়া মাদ্রাসা এবং লিল্লাহ বোর্ডিং এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক বলেন, ঈদুল আযহা উপলক্ষে কোরবানি দাতারা তাদের পশুর চামড়া বিভিন্ন এতিমখানা মসজিদ এবং মাদ্রাসায় দান করেন। যাদের দান করা হয় সে সকল প্রতিষ্ঠান প্রাপ্ত চামড়ায় যথা সময়ে লবণ দিতে পারেন না আর্থিক অসচ্ছলতার কারণে। এ কারণেই অনেক চামড়া নষ্ট হয়ে যায়। সেই সাথে দান গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। দান করা কোরবানির চামড়া যাতে এক ইঞ্চিও নষ্ট না হয় সেই জন্যেই বিনামূল্যে এই লবণ বিতরণ করা হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //