ধামরাইয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু; রাসেল ভাইপার আতঙ্ক

ঢাকার ধামরাইয়ে সাপের কামড়ে এক নারীর মৃত্যুতে এলাকাজুড়ে রাসেল ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পরছে। আমতা ইউনিয়নের আগজেঠাইল কাঁচা রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) সকালে তহিরন নেছা (৬৫) নামের এক নারী তার বাড়ির পাশে সাপের কামড়ে মারা গেছেন।

এ বিষয়ে আমতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন জানিয়েছেন, সাপটি রাসেল ভাইপার কিনা সঠিক জানাতে পারছি না। সাপের কামড়ে মারা যাওয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দেশের কয়েকটি জেলায় রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে। এসব জেলাগুলোর মধ্যে ঢাকার ধামরাইয়ের সীমান্তবর্তী মানিকগঞ্জ জেলা রয়েছে। এ জেলার সাটুরিয়ায় রাসেল ভাইপারের দেখা মিলেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে উদ্বিগ্ন হতে থাকে পাশের ধামরাইবাসী। কিন্তু বৃহস্পতিবার ভোরে আমতা ইউনিয়নের আগজেঠাইল কাচা রাজাপুর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী তহিরন নেছাকে বাড়ির পাশ থেকে সাপে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী দ্রুত তাকে নিয়ে পাশের সাটুরিয়া সদর হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, রাসেল ভাইপার সাপ আতঙ্ক সারা দেশেই ছড়িয়ে পড়েছে। আমরাও তার বাইরে না। তাই তা দ্রুত প্রতিহত করতে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া জরুরি। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য ভ্যাকসিন রাখা প্রয়োজন বলে জানান তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //