চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে সমকামী বিয়ের অভিযোগে এনায়েত উল্লাহ (২৫) ও সবুজ হোসেন (২৪) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (২৩ জুন) দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার (২২ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে হরিহরনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত এনায়েত উল্লাহ হরিহননগর গ্রামের আব্দুল মজিদের ছেলে ও সবুজ হোসেন পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, এনায়েত উল্লাহ বিবাহিত পুরুষ এবং সংসার জীবনে তার তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে তিনি কুশাডাঙ্গা গ্রামের সবুজ নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রেমের এক পর্যায়ে তারা দেড় মাস আগে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে এনায়েত উল্লাহর স্ত্রী রাগ করে তার বাবার বাড়িতে চলে যান। স্ত্রী চলে যাওয়ার পর এনায়েত উল্লাহ সবুজকে নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর এনায়েত উল্লাহর আগের স্ত্রী ও তার ভাই গ্রামের লোকজন সঙ্গে নিয়ে তার শ্বশুর গিয়ে উপস্থিত হয়। পরে গ্রামবাসীদের সহযোগিতায় দুজনকে আটক করে জীবননগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এনায়েত উল্লাহ ও সবুজকে আটক করে জীবননগর থানা হেফাজতে নেয়।
এ বিষয়ে এনায়েন উল্লাহর স্ত্রী বলেন, ‘প্রায় রাতে আমার স্বামী বাইরে থাকত। আমি জিজ্ঞাসা করতাম তুমি কোথায় থাক? তখন তিনি উত্তরে বলতো, আমি যেখানেই থাকি তাতে তোর কী। আমাকে মাঝে মাঝে মারধর করত। বিষয়টি আমার শ্বশুরকে জানালে তিনিও ছেলের পক্ষ নেয়। আমার স্বামী আর একটা বিয়ে করেছিল সেটি পরিবারের সবাই জানত। তবে সেটি সবুজের সঙ্গে কিনা আমি জানতাম না। পরে জানতে পারি’।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসান জানান, ঘটনাটি শোনা মাত্র জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই যুবককে আটক করে থানা হেফাজতে নেয়। পরে দুই যুবককে চুয়াডাঙ্গা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা সমকামী বিয়ে যুবক আটক
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh