ঈশ্বরদীতে যুবলীগের অফিস ভাঙচুরের অভিযোগ পৌর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে

পাবনার ঈশ্বরদী উপজেলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনের অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে পৌর ছাত্রলীগের সভাপতি আবেদ হাসান শৈশবের বিরুদ্ধে। 

গতকাল রবিবার (২৩ জুন) সন্ধার দিকে রেলগেট কড়ইতলা পৌর যুবলীগের অফিসে এই ঘটনা ঘটে। 

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জানান, গতকাল রবিবার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা নিয়ে পৌর ছাত্রলীগের সভাপতি আবেদ হাসান শৈশবের সাথে মতবিরোধ হয়। এর জেরে সন্ধ্যায় মোটরসাইকেল যোগে ১৫/২০ সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার অফিস ভাঙচুর করেছে এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরসহ অফিসের চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। 

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান সবুজ মুঠোফোনে জানান, এখনো এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করার কোন সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। 

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি পেলে ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //