শৈলকুপা থানায় হামলার ঘটনায় মেয়র পুত্র গ্রেপ্তার

শৈলকুপা থানায় হামলার ঘটনায় মামলায় ডিবির অভিযানে কাজী রফিকুল আশরাফ ওরফে রাজিব গ্রেপ্তার হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে শৈলকুপা পৌর এলাকার চৌরাস্তা মোড় রোড থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাজিব শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজমের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, শৈলকুপা থানায় হামলার পরিকল্পনা ও নেতৃত্বদানকারীদের অন্যতম হিসাবে মামলার আসামি কাজী রফিকুল আশরাফ রাজিবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

প্রসঙ্গত, গত ৯ জুন শৈলকুপা থানায় বে-পরোয়া হামলা, ভাংচুর ও আক্রমণের ঘটনা ঘটে। ক্ষমতাসীন দলের নামে একটি চক্র পরিকল্পিতভাবে এমন হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

শৈলকুপা ও ঝিনাইদহ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সাথে সেই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা ও নিয়ন্ত্রণ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকে গুরুত্বর আহত হয়। থানাসহ পুলিশের উপর আক্রমণের এমন ঘটনায় দেশজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশ ১১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে মামলাটি ডিবি পুলিশের উপর হস্তান্তর হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //