নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রেখেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
এটিইউ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান শুরু হবে।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নারায়ণগঞ্জ জঙ্গি আস্তানা বাড়ি ঘেরাও
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh