যশোরের বেনাপোল স্থলবন্দরের ইয়ার্ডে যৌথ অভিযান চালিয়ে ভারতীয় পণ্যবোঝাই ট্রাক থেকে ৯৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ট্রাকচালক রফিকুল মন্ডলকে (২৫) আটক করেছে বিজিবি ও কাস্টমস।
গতকাল সোমবার (১ জুলাই) রাত ১১ টার দিকে বন্দরের ৩০ নম্বর ইয়ার্ড থেকে ফেনসিডিলের এ চালানসহ তাকে আটক করা হয়। আটক ট্রাক চালক ভারতের বনগাঁ মহকুমার পেট্রাপোল এলাকার নাসির মন্ডলের ছেলে।
বিজিবি ও কাস্টমস সূত্র জানায়, সোমবার রাতে গোপন সংবাদে তারা জানতে পারেন ভারত থেকে আমদানিকৃত কাঁচেরগুড়া ভর্তি একটি ট্রাক মাদকের একটি চালান নিয়ে বেনাপোল বন্দরের ৩০ নম্বর ইয়ার্ডে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ও কাস্টমস ওই ইয়ার্ডে যৌথ অভিযান পরিচালনা করে ভারতীয় (ডব্লিউ বি ২৫ ই ২৩৭২) একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকচালকের সিটের নিচে লুকিয়ে রাখা ৯৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আহমেদ হাসান জামিল ও বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথল চৌধুরী। তারা জানান, আটক ট্রাক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : যশোর বেনাপোল বন্দর ফেনসিডিল উদ্ধার বাংলাদেশ বিজিবি
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh