রফিক মজিদ, শেরপুর
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৪:৫৭ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৪, ০৫:৩৫ পিএম
শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার তিন উপজেলা ৪ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা।
জানা গেছে, টানা বর্ষণ ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার নালিতাবাড়ী উপজেলার ভোগায় ও চেল্লাখালী নদীর পানি দুইটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বিপৎসীমার ওপর দিয়ে বইছে ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী ও মহারশী নদীর পানি। একইসঙ্গে বাড়ছে জেলার মৃগী, দশআনী ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি। এ অবস্থায় স্থানীয়রা আকস্মিক বন্যার আশঙ্কা করছেন।
জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৩৪৬ সেন্টিমিটার, ভোগাই নদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর কাঁচা বাঁধের কয়েকটি স্থানে ভাঙনের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় কলা চাষি ও মাছ চাষিরা দুশ্চিন্তায় রয়েছে। ইতোমধ্যে ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর বেশ কয়েকটি নিচু এলাকায় ঢলের পানি প্রবেশ করেছে। কিছু এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঝিনাইগাতী সদর বাজারে পানি প্রবেশ করায় দোকানপাটে ঢুকে পড়েছে পানি। ঝিনাইগাতী-শেরপুর সড়কে হাঁটু পানি এবং ঝিনে গীতি বাজারের শতাধিক বাসা বাড়িপানিতে তলিয়ে গেছে। সেই সাথে বেশি নদীর বিভিন্ন বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছি।
এদিকে আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে শেরপুরসহ আশপাশের এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। স্থানীয়রা বলছেন, চলমান পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে জেলার সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শেরপুর সদর উপজেলায় দেখা দিতে পারে আকস্মিক বন্যা।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান বলেন, ইতোমধ্যে ঝিনাইগাতীর মহারশি নদীর ভাঙা স্থানে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলার সীমান্তের গারো পাহাড় এলাকার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা কয়েক হাজার হেক্টর জমির আমন ফসলসহ বিভিন্ন সবজি ক্ষেত তলিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ঝিনাইগাতী ও উপজেলার কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার জানায়, ঝিনাইগাতী উপজেলার প্রায় ২০০ হেক্টর জমি আমন ও আমনের বীজতলা তলিয়ে গেছে। এছাড়া ঢলের পানিতে বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে বলে তিনি জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh