লালমনিরহাট পৌরসভার প্রায় ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা

লালমনিরহাট পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪৮ কোটি ৭৮ লক্ষ ৮৬ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (১৩ জুলাই) সকালে পৌরসভা শপিং কমপ্লেক্স মিলনায়তনে পৌর মেয়র রেজাউল করিম স্বপন এ বাজেট ঘোষণা করেন।

২০২৪-২০২৫ প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৩ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৩৭০৮ টাকা, পানি শাখা থেকে আয় ৬৩ লাখ ৩০ হাজার ৩৬৫ টাকা, উন্নয়ন বাস্তবায়ন খাতে প্রাপ্তি ৩৪ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৪৪৭ টাকা।

বাজেট অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায় হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলরবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh