শেরপুরে হরিজনদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরের হরিজন সম্প্রদায় ঢাকার হিরণজিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হরিজন ও সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ, ভূমি দখলের অবসান এবং নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

আজ শনিবার (১৩ জুলাই) বিকেলে শহরের টাউন হল মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুব ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি শান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ প্রধান বক্তা ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি তপন সারোয়ার, নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এর আহবায়ক আবুল কালাম আজাদ, যুব ঐক্য পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা হরিজন, সদর উপজেলার ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) চেয়ারম্যান দুলাল মারাক, নালিতাবাড়ী উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি কালাচান পাল, হরিজন সম্প্রদায়ের যুব কমিটির সাংগঠনিক সম্পাদক অনু দ্বীপ সরকার প্রমুখ।

বক্তারা এ সময়, ঢাকার হিরনজিল্লা হরিজনপল্লী উচ্ছেদসহ সারাদেশে সংখ্যালঘু নির্যাতন, জমি দখলসহ নানা নিপীড়ণ দ্রুত বন্ধের আহ্বান জানায়। তাদের এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে বক্তারা বলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh