চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রাম থেকে গরুচোর সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৩ জুলাই) রাত ২টা হতে সাড়ে ৩টার সময় এ গরু চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ চুরি সংক্রান্ত বিষয়ে এদিন রাতে দামুড়হুদা মডেল থানায় মামলা রুজু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, গরু চুরির ঘটনায় চারুলিয়া গ্রামের মাদ্রাসাপাড়ার রওশন আলীর ছেলে মামুন (৪০) ও একই গ্রামের মরহুম বাবুর ছেলে লাল চাঁদ দামুড়হুদা মডেল থানায় করা এক এজাহারে জানান, গত শনিবার রাতে তাদের গোয়ালঘর থেকে ১টি লাল রঙের বকনা গরু চুরি হয়। যার আনুমানিক বাজার দর ১ লাখ টাকা ও ১টি কালো রঙের ষাঁড় গরু চুরি হয়, যার আনুমানিক বাজার দর ১ লাখ ১০ হাজার টাকা। তারা খোঁজ নিয়ে জানতে পারে, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের খাঁ পাড়ার মরহুম সুন্নত আলীর ছেলে সেন্টু (৪৫), দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের কিনু খাঁর ছেলে মেহের আলী (৩৫) একই গ্রামের মরহুম হায়াত আলীর ছেলে কছিম উদ্দিন (৩৭), ওই গ্রামের মরহুম বাবুল আক্তারের ছেলে মানিক (৪৫) ও আব্দুর রশিদের ছেলে শাহিন (৪০) জোটবদ্ধ হয়ে গরু দুটি চুরি করে। এদিন সকালে এরা চুরির বিষয়টি স্বীকার করে ৭০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা করে। এরপরই তারা দামুড়হুদা মডেল থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করে।
তারা অভিযোগ করে, নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি, চোরদের পক্ষ নিয়ে দামুড়হুদা মডেল থানায় এদিন রাতে আসে। কিন্তু বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হয়ে ফিরে যান এবং বলেন চুরির ঘটনাটির একটি পুলিশী তদন্ত হবে। তারপর জানা যাবে কে কে চোর।
অফিসার ইনচার্জ আরো জানান, এজারহারে যাদের নাম আছে তাদের প্রত্যেককেই থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা রুজু হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh