মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ইউপি চেয়ারম্যান সুমন হালদার (৪৫) হত্যাকাণ্ডে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও এক আসামির বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

আজ রবিবার (১৪ জুলাই) সকালে জেলার টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁচগাঁও ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন করে। মানববন্ধন শেষে হত্যা মামলার এক আসামির বাড়িতে অগ্নিসংযোগ করে এবং বাড়ি-ঘর ভাংচুর করা হয়।

পুলিশ সুপার আসলাম খান সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামববন্ধন শেষে হঠাৎ করেই এক আসামির বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। আগুন দেওয়ার ঘটনা তদন্ত করা হবে। অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৭ জুলাই দুপুর দেড়টার দিকে জেলার টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা গুলি করে পাঁচগাঁও ইউপির চেয়ারম্যান সুমন হালদারকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ইমন হালদার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪-৫ জনকে আসামি করে টঙ্গিবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করে। এতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলেও অপর আসামিরা এখনো পলাতক। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //