নিজের ফেসবুকে পোস্ট দেওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারী ওয়াসিম আকরাম ছুরিকাঘাত নিহত হয়েছেন।
ওয়াসিম আকরাম ফেসবুকে লিখেছেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন। আমি এই পরিচয়ে শহীদ হবো।’
একাধিক প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন ওয়াসিম। তারা বিকেল চারটার দিকে নগরীর মুরাদপুরের শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছিলেন।
অন্যদিকে অবস্থান নেয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন ওয়াসিম। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, গত পরশু আমাদের সঙ্গে মিছিলে ছিল। গতকাল মঙ্গলবার শিক্ষা বোর্ডের সামনে ওরা ছিল। সেখানে ছাত্রলীগের ছুরিকাঘাতে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানা গেছে, চট্টগ্রাম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ওয়াসিম আকরাম। তিনি কক্সবাজার জেলার পেকুয়ার মেহেরনামা বাজার পাড়া ৯নং ওয়ার্ড এলাকার শফিউল আলমের ছেলে। তার বাবা ও বড় ভাই আশরাপ আলী সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।
এদিকে চট্টগ্রামে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ ওয়াসিমসহ তিনজনের মৃত্যু হয়েছে। অন্যরা হলেন, ফয়সাল আহমেদ শান্ত ও ফারুক। এর মধ্যে ফয়সাল আহমেদ শান্ত নগরের এমইএস কলেজের ছাত্র। পথচারী ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, সারাদিনে অন্তত ৬০ শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আহত দুজনের অবস্থা গুরুতর। বাকিদের জখম গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh