ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় পুলিশি বাধায় শিক্ষার্থীদের সঙ্গে শুরু হয় রণক্ষেত্র। এ ঘটনায় ওসিসহ ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, এএসআই আনিচুর রহমান, নারী কনস্টেবল লতা আক্তার, শিক্ষার্থী বিল্লাল হোসেন, রিমু আক্তার রাজন, শাওন। 

অন্যদিকে এ ঘটনায় পুলিশ দোহারের পদ্মা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বিল্লাল হোসেনকে আটক করেছে।

আজ বুধবার (১৭ জুলাই) ১১টা ৩৫ মিনিটে মাওয়া চৌরাস্তা থেকে একটি মিছিল নিয়ে পদ্মা সেতু টোলা প্লাজা সংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান করেন লৌহজং উপজেলায় বসবাসরত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকারের নেতৃত্বে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। তবে শিক্ষার্থীদের দাবি করেন- যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক থেকে নড়বেন না। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ শুরু করেন। সে সাথে সাউন্ড গ্রেনেড ও প্রায় ৬ রাউন্ড টিআরসেলও নিক্ষেপ করেন। এসময় শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পদ্মা সেতু উত্তর থানার ওসিসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।


বিল্লাল নামক পরীক্ষার্থীকে আটকের পরে পদ্মা সেতু উত্তর থানায় ইটপাটকেল নিক্ষেপ শুরু করে শিক্ষার্থীরা। পরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আটককৃত শিক্ষার্থী বিল্লাল হোসেন উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রেরবাড়ি গ্রামের মান্নান মৃধার পুত্র। তিনি দোহারের পদ্মা সরকারি কলেজ থেকে চলমান এইচএসসি পরীক্ষার্থী। এখনো পদ্মা সেতু এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার জানান, হঠাৎ মাওয়া থেকে একটি মিছিল নিয়ে আসে শিক্ষার্থীরা। এরপর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান করে গাড়ি চলাচল বন্ধের চেষ্টা করে। আমরা শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করি। কিন্তু তারা আমাদের নির্দেশনা মানেনি। পরে আমরা লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেই।

তিনি আরো জানান, শিক্ষার্থীদের হামলায় আমাদের উত্তর থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য আহত হন। এসময় আমরা এক শিক্ষার্থীকে আটক করেছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh