নরসিংদীতে পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহত

নরসিংদী জেলখানা মোড়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের ছোড়া গুলিতে তাহমিদ নামে এক ছাত্র নিহত হয়েছেন। তিনি নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস (এনকেএম) নবম শ্রেণীর শিক্ষার্থী। নিহত তাহমিদ নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের ডা. রফিকুল ইসলামের ছেলে। 

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড় এলাকায় কোটা বিরোধী আন্দোলন ছাত্র জনতা জমায়েত হতে থাকে। বিকেল সাড়ে চারটার দিকে ছাত্র জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, টিয়ারশেল এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় পুলিশের ছোড়া গুলিতে তাহমিদের বুক ঝাঁঝরা হয়ে যায়। তখন সহপাঠীরা তাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত হয়। এরপর তার লাশ নিয়ে মহাসড়কে পুনরায় অবস্থান করে ছাত্রজনতা বিক্ষোভ মিছিল করে। এছাড়া পুলিশের গুলি ও টিয়ারশেল নিক্ষেপে প্রায় শতাধিক ছাত্র আহত হন। এদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।

সংঘর্ষে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী জেলখানা মোড় এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh