টাঙ্গাইলের সখীপুরে সিমেন্টবোঝাই একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী রনি আহম্মেদ নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
আজ রবিবার (২৮ জুলাই) সকালে সখীপুর-গোপিনপুর সড়কের দেবলচালা আলতার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা এলাকার আ. লতিফ মিয়ার ছেলে এবং বড়চওনা কুতুবপুর কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রনি সখীপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আলতার মোড় এলাকায় পৌঁছালে সিমেন্টবোঝাই একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এসময় গুরুত্বর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
ওসি আরো জানান, এ ঘটনায় চালককে আটক করা হয়েছে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : টাঙ্গাইল সড়ক দুর্ঘটনা নিহত সখীপুর উপজেলা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh