কারফিউ শিথিলের মধ্যে বরিশালে বিক্ষোভ ও দেয়াল লিখন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করার অভিযোগসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন তারা।
আজ সোমবার বেলা ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ের পাশে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএম কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে বিক্ষোভ ও দেয়াল লিখন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ঢাকায় ডিবি অফিসে শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়কদের মানসিক ও শারীরিক নির্যাতন করে অস্ত্রের মুখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
তারা বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কের দায়িত্ব নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে নিতে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (সোমবার) বিক্ষোভ কর্মসূচি ও দেয়াল লিখন কর্মসূচি পালনের কথা জানান তারা।
এসময় শিক্ষার্থীরা আরও বলেন, ‘আজ আমাদের কর্মসূচি গণমাধ্যমে প্রচার হবে কি না তা জানি না। তবে সাধারণ মানুষ তো দেখছে আমাদের প্রতিবাদের বিষয়টি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও পুলিশ আমাদের নানাভাবে বাধাগ্রস্ত করছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা নথুল্লাবাদ এলাকায় সড়কের পাশে কিছু সময় অবস্থান নিয়েছিল। পরে তারা নিজেরাই চলে গেছেন।
এদিকে, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নথুল্লাবাদে বিক্ষোভ কর্মসূচি শেষ করে নগরীর সদর রোড এলাকায় যান শিক্ষার্থীরা। পরে বিবির পুকুরের পূর্ব পাশে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সামনে দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন তারা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh