নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৩:১৪ পিএম
আপডেট: ৩০ জুলাই ২০২৪, ০৩:১৭ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভুয়া ম্যাজিস্ট্রেটকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।
গতকাল সোমবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ওষুধ প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন এই ভুয়া ম্যাজিস্ট্রেট।
আটক ব্যক্তির নাম মো. সারোয়ার হোসেন (৫২)। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার রাধীখাল গ্রামের ডা. হানিফ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার বাসাবো এলাকায় বসবাস করেন।
স্থানীয়রা জানান, উপজেলার নয়াপুর বাজারে সোমবার বিকেল তিনটার দিকে নিজেকে ওষুধ প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান। এসময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। একপর্যায়ে স্থানীয়রা তার পরিচয়পত্র ও চাকরিজীবীর প্রমাণপত্র চাওয়ায় তা দেখাতে পারেননি। যদিও তার সঙ্গে পুলিশ বা প্রশাসনের কেউ ছিল না। পরে বাজারে থাকা লোকজন তাকে ধরে গণপিটুনি দিয়ে তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে। আটক ভুয়া ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে প্রতারণা করে আসছেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটকের পর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh