সরকারি চাকরিতে কোট সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে মাথায় লাল কাপড় বেঁধে টাঙ্গাইলে শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে গেছে৷
আজ মঙ্গলবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া শাহীন স্কুলের সামনে থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিন্দুবাসিনী গার্লস স্কুল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে শহরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।
কোটা বিরোধী আন্দোলনে নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার ১১টি মামলায় মোট ১৯২ জন গ্রেপ্তার হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh