লালমনিরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়কে অবস্থান

লালমনিরহাটে 'ছাত্র জনতার গণমিছিল' ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। এ সময় ঢাকা-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় চত্বরে এসে শেষ হয়। এরপর অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-নিপীড়ন বন্ধ, কারফিউ তুলে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পদত্যাগের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে দুষ্কৃতকারীরা ঢুকে বিশৃঙ্খলা করেছে। প্রশাসনের দায়িত্ব তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। কিন্তু তারা তা না করে সাধারণ শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার করছে। শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে অভিভাবকদের বিরক্ত করছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৯ দফা দাবি মেনে নেওয়া না হলে তাদের আন্দোলন চলবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //