নাটোরে ৮ মামলায় গ্রেপ্তার ১২১

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে নাটোরের বিভিন্ন থানায় ৮ মামলায় এ পর্যন্ত শিক্ষার্থী, সাংবাদিক, অধ্যক্ষসহ বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাসহ ১২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৩ অগাস্ট) দুপুরে গ্রেপ্তার বিষয় নিশ্চিত করেছেন নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম।

জানা গেছে, গত ১৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ১২১ জন শিক্ষার্থী, সাংবাদিক, অধ্যক্ষসহ বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাটোর জেলায় ৭টি থানায় দায়ের করা বিভিন্ন মামলায়। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতমরা হলেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা জামাতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাংবাদিক যোবায়ের হোসেন, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল ইসলাম, জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নলডাঙ্গা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মামুনুর রশিদ, নলডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান আলী, উপজেলার কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমীর সাহাবুল ইসলাম প্রমুখ।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদ বলেন, আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা, সেখানে ভিডিও ফুটেজ আছে একটা বিএনপি নেতাকেও কেউ দেখাতে পারবে না। অথচ মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আমার নামেও মামলা দেওয়া হয়েছে। জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই সেইসঙ্গে মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত সবার মুক্তির দাবি করছি।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৮ মামলায় এখন পর্যন্ত পুলিশ ১২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সার্বক্ষণিক মাঠে কাজ করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //