গাজীপুরে ব্যবসায়ী নিহত, গুলিবিদ্ধসহ আহত অর্ধশত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় দিনভর আন্দোলনকারীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এরই মধ্যে আন্দোলনকারীরা মাওনা হাইওয়ে থানায় আগুন দেয়। পুড়িয়ে ফেলে তিনটি পুলিশ বক্স ও পুলিশের তিনটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষের সময় জাকির হোসেন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বাড়ি সাতক্ষীরা। পেশাগত দায়িত্ব পালনকালে মারধরের শিকার হয়েছেন তিন সংবাদকর্মী।

শ্রীপুর উপজেলার আন্দোলনের সমন্বয়ক পিয়ার আলী কলেজের শিক্ষার্থী সারফুল ইসলাম জানান, তাদের বিক্ষোভে পুলিশ গুলি চালালে ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। 

তবে শ্রীপুর থানার ওসি আকবর আলী খান জানান, তারা কোনো গুলি চালাননি; বরং পুলিশের ওপর হামলায় তাদের কয়েক সদস্য আহত হন।

মাওনা চৌরাস্তা এলাকার আলহেরা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১২-১৩ আহতকে আনা হয়। তাদের মধ্যে সাত থেকে আটজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রত্যেকের বুকে-পিঠে রাবার বুলেটের ক্ষত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনকে নেওনা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh