টাঙ্গাইলে ছাত্রলীগের সাথে অসহযোগ আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়েছে। প্রথমে টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে অন্যসব আন্দোলনকারীরা খবর পেয়ে এগিয়ে যায়। এসময় তারা আকুরটাকুর এলাকায় অবস্থিত বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজে থাকা সাবেক সংসদ সদস্যের গাড়ি ভাংচুর করে আগুনে ধরিয়ে দেয়। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষে তিনজন শিক্ষার্থী গুলিবৃদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
আজ রবিবার (৪ আগস্ট) বেলা ১১টর দিকে নিরালামোড়-বাসস্ট্যান্ড রোডের আকুরটাকুরপাড়ার বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজে এই ঘটনা ঘটে।
এরআগে আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ও গুলি চালায় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। একই সময় সিএন্ডবি সড়কে রাখা এক সাংবাদিকের মোটরসাইলে আগুন দেয় আন্দোলনকারীরা।
এদিকে দুপুরে টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্যের টাঙ্গাইল পৌরসভার পূর্ব আদালতপাড়ার বাসায় হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। এসময় তারা বাসার সামনে থাকা ৭টি মোটরসাইকেল ও এমপির গাড়ি ভাঙচুর করে ও মহাসড়কে তার তৈলের পাম্পে আগুন দেয়।
এরআগে আন্দোলনকারী ছাত্র-জনতা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নজরুল স্মরণি সড়কে জমায়েত হয়। সেখানে হাজার হাজার ছাত্রজনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনটি জনস্রোতে পরিণত হয়। এরপর তারা বেলা সাড়ে ১১টার দিকে রাজপথ দখল করে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে যান। বর্তমানে টাঙ্গাইল শহরের রাজপথ বৈষম্যবিরোধীদের দখলে রয়েছে।
এছাড়া শহরের সিএন্ডবি সড়ক ও বটতলা এলাকায় বহুতল ভবন থেকে আন্দোলনকারীদের উপর গুলি করার ঘটনা ঘটেছে। এতে দুইজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি হয়েছে।
এদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ ও শহরের ভেতরে ছোট যানবাহন সীমিত আকারে চলাচল করছে। কর্মসূচি চলাকালে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা গেছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বলেন, আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। আমরা ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh