সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও খুনের প্রতিবাদে সরকার পদত্যাগ এর ১ দফা দাবির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ রবিবার (৪ আগস্ট) সকাল ১১টায় শ্রীবরদী সরকারি কলেজ ও তাতিহাটি আইডিয়াল স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ওই বিক্ষোভ থেকে সরকার পদত্যাগের স্লোগান দেওয়া হয়। এসময় শহরের দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেয় ছাত্রদলের কর্মীরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh