দুর্বৃত্তদের দেওয়া আগুনে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের পুড়ে যাওয়া ভবন থেকে মধ্যরাতে ছয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
গতকাল সোমবার (৫ আগস্ট) রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে জেলা ফায়ার সার্ভিস সদস্যরা তল্লাশিকালে ওই মরদেহ দেখতে পায়। এদের মধ্যে একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় এখনো শনাক্ত হয়নি। বাকি পাঁচজনের লাশ শনাক্ত হওয়ায় ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মৃত শিক্ষার্থীরা হলো, লালমনিরহাট পৌরসভার হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের সাবেক সভাপতি মৃত খোকন মিয়ার ছেলে অনার্স প্রথম বর্ষের ছাত্র তন্ময় মিয়া (২০), পৌরসভার নবীনগর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র জনি মিয়া (১৮), আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শ্রাবন (১৮), পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ইপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে এইচএসসি পাশ রাদিফ হোসেন রুস (১৭), একই জেলার রাজারহাট উিহখ জয়কুমার গ্রামের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র রাজিব উল করিম (১৮)।
জানা গেছে, রবিবার শেখ হাসিনার পদত্যাগের পরেই লালমনিরহাট জেলাজুড়ে উল্লাসে মেতে রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। বিকেলে জেলার আওয়ামী লীগ নেতাকর্মী ও সংসদ সদস্যদের বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ লুটপাট করে দুর্বৃত্তরা।
এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের শহরের কালীবাড়ি এলাকায় দৃষ্টিনন্দন আলিশান বাসায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে রাত আড়াইটার দিকে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুনে পুড়ে যাওয়া বাড়িটি তল্লাশি চালিয়ে ওই ছয় শিক্ষার্থীর পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। এসময় এলাকাবাসীরা জানান, যারা বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। তাদের কয়েকজন ভেতরে আটকা পড়ে আগুনে পুড়ে মরেছে।
নিহতের পরিবারের লোকজন জানান, বিজয় মিছিলের পর থেকে ওই ছয় শিক্ষার্থী নিখোঁজ ছিল। পরে খবর পেয়ে তারা মঙ্গলবার সকালে হাসপাতালের মর্গে গিয়ে বিভিন্ন আলামত দেখে আগুনে পুড়ে যাওয়া ৫ শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করে লাশ নিয়ে যায়। একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় এখনো শনাক্ত হয়নি। তবে সে শহরের ফাকল পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ শিক্ষার্থী বলে ধারণা করছেন পরিবারের লোকজন।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, আগুনে পুড়ে যাওয়া ছয় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিভিন্ন আলামত দেখে পরিবারের লোকজন পাঁচজন শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করে লাশ নিয়ে গেছে। একজনের পুরো শরীর পুড়ে যাওয়ায় তার পরিচয় এখনো শনাক্ত হয়নি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh