লাঠি হাতে গভীর রাতে মার্কেট পাহারায় বিএনপির নেতাকর্মীরা

শান্তি শৃঙ্খলা রক্ষায় গভীর রাত পর্যন্ত লাঠি হাতে লালমনিরহাট শহরের বিভিন্ন মার্কেটের দোকান পাঠ পাহারা দিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় হাত মাইকে শান্তির বার্তা প্রচার করেন।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাতে শহরের সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া, ৩ নম্বর ওয়ার্ডের স্টেডিয়ামপাড়া, ৮ নম্বর ওয়ার্ডের থানাপাড়ায় মাইকিং করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি ও লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল সালাম জানান, শান্তির বার্তা নিয়ে লালমনিরহাট শহরের বিভিন্ন পাড়ামহল্লায় গভীর রাত পর্যন্ত লাঠি হাতে মাইকিং করা হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বেশি বসবাস এমন এলাকার পাড়া মহল্লায় মাইকিং করা হয়েছে।

এদিকে বুধবার (৭ আগস্ট) সকালে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পক্ষে শহরের বিভিন্ন মার্কেটে শান্তির বার্তা পৌঁছে দিচ্ছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। তারা শহরের সাপটানা বাজার, পুরান বাজার, থানা রোড, রেলওয়ে বাজার ও গোশালা বাজারসহ বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, রেস্তোরাঁয় গিয়ে এ শান্তির বার্তা পৌঁছে দিচ্ছেন।

এসময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক জানান, ‘শান্তির বার্তা নিয়ে শহরের বিভিন্ন এলাকার ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলছি। তাদের সাহস দিচ্ছি, বলছি ভয়ের কিছু নেই, কেউ কোনো রকম ভয় দেখালে, অন্যায় আবদার করলে, হুমকি দিলে ভীত না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবেন, প্রশাসনকে জানাবেন। গণতন্ত্রের যে সুবাতাস বইছে, তাকে কোনোভাবে বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

লালমনিরহাট শহরের বিডিআর রোডের আরামবাগ রেস্তোরাঁর মালিক মফিজুল ইসলাম বলেন ও ফল  বিক্রেতা রুহুল আমীন জানান, শহরের বিভিন্ন স্থানে অনেক ধরনের ঘটনা শুনে ও জেনে আমরা ব্যবসায়িরা চিন্তায় ছিলাম। গত কয়েক দিনের পরিস্থিতিতে ভয়ে ছিলাম। অনেকে দোকানই খোলেনি। শান্তির বার্তা নিয়ে বিএনপির প্রচারণায় এখন সাহস পাচ্ছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //