ঝিনাইদহের রাস্তায় শৃঙ্খলা ফেরাচ্ছে শিক্ষার্থীরা

ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত সময় পার করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ শনিবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পায়রা চত্বর, শহীদ মিনার, প্রেরণা একাত্তর চত্বর, হামদহ, আরাপপুরের ঝিনুক চত্বরসহ কয়েকটি এলাকায় এ দৃশ্য চোখে পড়ে।

এ কর্মসূচিতে অংশ নিয়েছেন আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্যরা। এর সাথে সাথে গ্রাম পুলিশকেও রাস্তায় দেখা যায়।

শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কার আন্দোলনের সাফল্যের পর থেকে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ না করায় রাস্তায় সাধারণ মানুষের চলাচলে বেশ বিঘ্ন ঘটে। তখন আমরা স্ব-প্রণোদিত হয়েই এ কাজ শুরু করি। মুটামুটি সব ঠিকই চলছে।

রিকশা চালক মজনুর রহমান জানান, কাজ খুব ভালো হচ্ছে।

শাকিল আহমেদ, তিমা ইয়াসমিন, সিনথিয়া রহমান জানান, আমরা হেলমেট বিহিন মোটরসাইকেল ধরছি। তাদেরকে তাদের নিজের প্রয়োজনেই হেলমেট পরতে বলছি। এছাড়া যারা নিজস্ব লেন বাদ দিয়ে অন্যে লেনে গাড়ি চালাচ্ছেন তাদের রোহিত করছি। দ্রুত গতির যানবাহন চালকদের আস্তে চালাতে বলছি।

তারা আরো বলেন, সকাল থেকে আমাদের কয়েকটি টিম কাজ করে দুপুর পর্যন্ত। এরপর দুপুর থেকে প্রত্যেকটা মোড়ে মোড়ে নতুন টিম জয়েন করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //