ধামরাইয়ে দলীয় প্রভাব খাটিয়ে দখলে রাখা জমি উদ্ধার

ঢাকার ধামরাইয়ে সরকার দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে দখলে রাখা এক অসহায় কৃষক পরিবারের ৩৯ শতাংশ জমি পুনরুদ্ধার করলো সাধারণ ছাত্র-জনতা।

আজ শনিবার (১০ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের বাঙ্গলা গ্রামে এমন ঘটনা ঘটে। 

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, আমরা অসহায় গরীব কৃষক, আমাদের ভোগ দখলীয় জমি ২০১৯ সালে সরকার দলিয় ক্ষমতার দাপট দেখিয়ে চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতের আঁধারে জোর করে ঘর নির্মাণ করে। আমরা গরীব কৃষক মানুষ ভয়ে কিছু বলতে পারিনি। তখন আমরা ধামরাই থানা একটি সাধারণ ডায়রি করি। তাদের দখলে রাখা জমি শনিবার সকালে স্থানীয় সাধারণ ছাত্র-জনতা ভূমিদস্যু মুজিবুর রহমান গংদের কাছ থেকে পুনরুদ্ধার করে আমাদের ফিরিয়ে দেন। আমরা এই ছাত্র-জনতার প্রতি চির কৃতজ্ঞ।

স্থানীয় হুমায়ুন কবির এই বিষয়ে বলেন, দীর্ঘদিন ধরে অসহায় কৃষক পরিবারের জমি আওয়ামী লীগের ক্ষমতার দাপটে জোর করে মুজিবুর রহমান দখলে নেয়। পরে স্থানীয় ছাত্র-জনতা পুনরুদ্ধার করে ওই অসহায় কৃষকদের জমি ফিরিয়ে দেন। আমরা চাই এ দেশে যেন কোন ভূমিদস্যু আর না থাকে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান বলেন, আমার ক্রয়কৃত জমি, ঘর করে ভোগদখলে আছি, আমি কারো জমি দখল করিনি ওরা জমি বিক্রি করে আবার সেই জমি নিজেদের বলে দাবি করছে। আসলে তারা মিথ্যাবাদী, আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে।

এ বিষয়ে চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি বলেন, আমি মুজিবুর রহমান গংদেরকে কয়েক দফা নোটিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদে ডেকেছি কিন্তু তারা আমার ইউনিয়ন পরিষদে না এসে দলীয় প্রভাব খাটিয়ে কৃষকের জমিটি দখল করে রেখেছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //