পাচার করা অর্থ দেশে এনে বাজেয়াপ্ত করতে হবে বলে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মেনে শেখ হাসিনা সরকার মানুষ খুন করেছে। এই হত্যাযজ্ঞ দেখে তারা ঘরে বসে থাকতে পারেননি। জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছেন। শেখ হাসিনাসহ বিদেশে অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের বিচার করতে হবে। পাচার করা অর্থ দেশে এনে বাজেয়াপ্ত করতে হবে। দেশের মানুষ একটি সুন্দর বাংলাদেশ দেখার প্রত্যাশা করছে।
আজ শনিবার (১০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম নগরের উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে এ সমাবেশের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
সমাবেশে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকেছে। ১৯ জুলাই পরিষ্কার করে জানিয়েছি, সরকারের পদত্যাগই একমাত্র সমাধান। শুরু থেকেই নানা মাত্রায় ও নানা ধরনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এই আন্দোলনে অংশ নিয়েছে।
দেশের সংখ্যালঘুদের জান-মাল ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দেওয়া দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh