বকশিগঞ্জে অধ্যক্ষ পলাতক, কলেজ কার্যক্রমে স্থবিরতা

জামালপুরের বকশিগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদার গা-ঢাকা দিয়েছেন। তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকায় কলেজে শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের রোষানলে পড়ার ভয়ে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। এদিকে অধ্যক্ষের অনুপস্থিতিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

কলেজ সূত্র জানায়, নারী শিক্ষার প্রসারে ১৯৯৪ সালে বকশিগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক ও স্নাতক শ্রেণিতে প্রায় দেড় হাজার ছাত্রী রয়েছে। অধ্যক্ষের অনুপস্থিতিতে উপাধ্যক্ষ দায়িত্ব পালন করার কথা, কিন্তু উপাধ্যক্ষের পদটিও কলেজ স্থাপিত হওয়ার পর থেকেই শূন্য। উপাধ্যক্ষ না থাকলে জনবল কাঠামো ২০১৮-এর ১৩ ধারা অনুযায়ী পরবর্তী সিনিয়র শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের নিয়ম, কিন্তু কোনো সিনিয়র শিক্ষককেও দায়িত্ব দেওয়া হয়নি। ফলে এখন অভিভাবকহীন হয়ে পড়েছে কলেজটি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদার আগস্ট মাসের শুরু থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ভয়ে কলেজে যান না। অধ্যক্ষের অনুপস্থিতিতে বিভিন্ন কাজকর্মে ঢিলেঢালা ভাব চলছে। সে সঙ্গে প্রশাসনিক কাজকর্মে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। অনেক প্রশাসনিক জটিল বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না কেউ। শিক্ষার্থীদের মনিটরিং করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর আটকে আছে।

এদিকে অধ্যক্ষ কর্তৃক গভর্নিংবডি আত্মীয়করণ করায় গভর্নিং বডির কর্মকাণ্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বৈধ-অবৈধ আর্থিক লেনদেনের বিষয়টিও বেশ সমালোচিত হচ্ছে। একের পর এক দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও কথায় কথায় অধীনস্থদের হুমকি-ধমকি থাকায় অচল অবস্থায় প্রশাসনিক বিভাগ। এতে করে স্থবির হয়ে পড়েছে কলেজের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম।

শুধু অর্থনৈতিক কেলেঙ্কারিই নয়, কলেজের প্রশাসনিক সকল নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একছত্র আধিপত্য বিস্তার করে কলেজ পরিচালনার অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। অধ্যক্ষ কোথাও ছুটি বা অফিসিয়াল কাজে অন্যত্র গেলে তার অবর্তমানে সিনিয়র কোনো শিক্ষককে দায়িত্ব দিয়ে যাওয়ার নিয়ম থাকলেও অধ্যক্ষ এ নিয়ম মানেননি কখনও।

জানা গেছে, আগস্ট মাসের প্রথম থেকেই তিনি কোনো প্রকার ছুটি না নিয়ে এবং কাউকে কলেজ পরিচালনার দায়িত্ব না দিয়ে কোথায় অবস্থান করছেন সঠিক কেউ বলতে পারছেন না। কলেজ থেকে যোগাযোগ করা হলে তিনি তার অসুস্থতার বিষয় উল্লেখ করেন বলে জানান এক প্রভাষক। এছাড়াও অধ্যক্ষ তার অনুসারীদের নিয়ে নিজের অপকর্ম ঢাকার জন্য দফায় দফায় বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করছেন বলে জানা গেছে।

অভিভাবক বা শিক্ষার্থীরা কোনো প্রয়োজনে অধ্যক্ষের খোঁজে কলেজে গেলে তার জন্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এছাড়াও তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতনভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করায় তাদের মাঝেও চরম ক্ষোভ বিরাজ করছে। এমন নানামুখী অনিয়মে দীর্ঘদিন ধরেই অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করে আসছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা।

গত ৮ আগস্ট প্রথমবর্ষের ক্লাস শুরু হলেও কলেজে অনেক শিক্ষক-কর্মচারী ও ছাত্রীরা কলেজে আসছেন না বলেও জানা যায়। এদিকে ছাত্রী হোস্টেল সংলগ্ন কলেজ প্রাচীর মেরামতের নামে ভাঙ্গা হলেও এখনো প্রাচীর মেরামত না করায় ছাত্রীরা নিরাপত্তাহীনতায় রয়েছে। ফলে অভিভাবকরা তাদের মেয়েদের হোস্টেলে রাখছেন না। এছাড়াও রাতে কোনো পাহারাদার না থাকায় কলেজ হয়ে পড়েছে অরক্ষিত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বকশিগঞ্জ উপজেলার প্রধান উপদেষ্টা সরকার রাসেল বলেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে এ কলেজের শিক্ষক-ছাত্রী শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি পালন করতে বাধা প্রদান, হুমকি-ধমকিসহ নানা ভয়ভীতি দেখানো হয়েছে। শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যও কতিপয় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করেন অধ্যক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদার কলেজে ২০১৫ সালে যোগদানের পর থেকেই বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতি করে আসছেন। অধ্যক্ষের দুর্নীতি ও অনিয়মের কারণে কলেজের লেখাপড়ার মান কমে যাওয়াসহ শিক্ষক-কর্মচারীদের মাঝে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে।

কলেজের পরীক্ষা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আমাকে শুধু পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যক্ষের অনুপস্থিতিতে কোনো সিনিয়র শিক্ষককে দায়িত্বে দেয়া হয়নি।

এ ব্যাপারে অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //