চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের পশু হাসপাতালের সামনে যাত্রীবাহী চলন্ত বাসের ধাক্কায় বৃহত্তর উথলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রহম আলী (৯৫) নিহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ যাত্রীবাহী বাসটি আটক করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
আজ বুধবার (১৪ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে জীবননগর-হাসাদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহম আলী উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর মাঠ পাড়ার মরহুম এলাহী বক্সের ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসান জানান, ঘটনার সময় নিহত রহম আলী বাইসাইকেল চালিয়ে জীবননগর বাজারের দিকে আসছিলেন। এসময় একটি যাত্রীবাহী বাস জীবননগর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে হাসাদহের দিকে যাচ্ছিল। ওই বাসের ধাক্কায় তিনি সড়কের ওপর পড়ে গিয়ে নিহত হন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য মরদেহ দিয়ে দেওয়া হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চুয়াডাঙ্গা সড়ক দুর্ঘটনা নিহত জীবননগর উপজেলা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh