স্ত্রী-সন্তানদের লাশ দেখে আঁতকে ওঠেন সেলিম

পঞ্চগড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা বেগম (৩৫) ও তার দুই ছেলে সৈকত (১২) এবং সায়হাম (৯) নিহত হয়েছেন।

গতকাল বুধবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ১১টায় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সেলিম পার্শ্ববর্তী বোদা বাজারে অবস্থিত তার কাপড়ের দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরেন। ড্রয়িং রুমের দরজা খোলা দেখে কাছে গেলে মেঝেতে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ দেখে তিনি চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা ছুটে এসে এ ঘটনা দেখে পুলিশকে খবর দেয়।

আটোয়ারী থানার ওসি মুসা মিয়া বলেন, ‘ঘটনাস্থলে এসে এক মহিলা ও তার দুই সন্তানের লাশ ড্রয়িং রুমের মেঝেতে পড়ে থাকতে দেখি। ঘটনা তদন্তে সিআইডি ও ক্রাইমসিনের প্রতিনিধি দল কাজ করছে। তাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন এঙ্গেলে তদন্ত চালানো হবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //