পিরোজপুরে আন্দোলনকারী শিক্ষার্থীকে কোপালো ছাত্রলীগ

পিরোজপুরের ইন্দুরকানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শফিকুল ইসলাম মাসুদ নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের এক নেতা।

গতকাল বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, হামলাকারী ইসাজ ইন্দুরকানী সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উত্তর ভবানীপুর গ্রামের কবির হোসেনের ছেলে। আহত মাসুদ একই গ্রামের শহিদ সিকদারের ছেলে। 

এর প্রতিবাদে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইন্দুরকানী প্রেসক্লাব প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আব্দুল্লাহ ফরহাদ বলেন, তারা হামলাকারী ইসাজকে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে ১২ ঘটার আল্টিমেটাম দিয়েছেন। এসময়ের মধ্যে গ্রেপ্তার না হলে ইন্দুরকানী থানা ঘেরাওসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। 

ইন্দুরকানী হাসপাতালের মেডিকেল ইনচার্জ এসএম হায়দার আলী জানান, মাসুদের পিঠে আঘাত করা হয়েছে। এতে ৪০টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে রোগীর অবস্থা কিছুটা ভালো।

এ বিষয় ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনা জানার পর হামলাকারীকে আটক করার জন্য অভিযান চলমান রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //