মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিললো ইয়াবা

বর্ডার গার্ড বাংলাদেশ (৩০বিজিবি) আওতাধীন মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংক ভর্তি করে পাচারের সময় ২৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল আরোহীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোটরসাইকেল আরোহী উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না এলাকার তোফায়েল আহমদের ছেলে মোশাররফ হোসেন(৩৭) বলে জানা যায়। 

অভিযানের সত্যতা নিশ্চিত করেন ৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। এক বিজ্ঞপ্তিতে তিনি গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল আরোহী মোশাররফকে ২৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মোশাররফের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh