আন্দোলনকারী শিক্ষার্থীকে কোপানো সেই ছাত্রলীগ নেতা আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও সংবাদকর্মী মো. শফিকুল ইসলাম মাসুদের ওপর হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতা ইসাজ শিকদার গ্রেপ্তার হয়েছেন।

গতকাল শুক্রবার (১৬ আগস্ট) সেনাবাহিনী ও থানা পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত বুধবার রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনকারী, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদের ওপর হামলা করেন ছাত্রলীগ নেতা ইসাজ রহমান শিকদারসহ অন্যরা। এ ঘটনার পর এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আহত সংবাদকর্মী মাসুদের পিতা শহিদুল ইসলাম এ ঘটনায় শুক্রবার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয় ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, উপজেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারুফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //