বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে ছুটি নিয়ে চলে গেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
আজ রবিবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। ছাত্রদের কঠোর মনোভাবের কারণে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম দীর্ঘ মেয়াদি ছুটি নিয়ে কর্মস্থল থেকে পালিয়ে যান। তবে এ ব্যাপারে প্রশাসনের কারো বক্তব্য পাওয়া যায়নি।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রত্না খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদের চাপের মুখে আপাতত ৩ দিনের ছুটির দরখাস্তে লিখে তিনি দুপুর ২টার সময় জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।
এসময় জেলা প্রশাসক সার্বিক আতিকুল মাসুমের হাতে তিনি তার চার্জ হ্যান্ডওভার করেন। এর আগে জেলা প্রশাসক রফিকুল ইসলাম ছাত্রদের দ্বারা একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়েন। জেলা প্রশাসনের ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh