লালমনিরহাটের হাতীবান্ধায় অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলে ১৫ লাখ হেরে জুয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করলেন জাহিরুল ইসলাম নামে এক যুবক।
গতকাল শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকায় জাহিরুল ইসলাম দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া (ক্যাসিনো) থেকে নিজেকে সরিয়ে নিয়ে বৈধভাবে ব্যবসা করতে সকলের সহযোগিতা কামনা করেন।
জাহিরুল ইসলাম নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকার আবুল কাসেমের ছেলে। জাহিরুল ইসলামের এই উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন উপজেলার সচেতনমহল।
এসময় তিনি এক বালতি দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করেন। গোসল করতে করতে তিনি বলেন যারা যারা ক্যাসিনোসহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত তারা যেন এই জীবন ধ্বংস করার মত জুয়া খেলা থেকে বিরত থাকেন।
জাহিরুল ইসলাম বলেন, গত এক বছরে আমি প্রায় ১৫ লাখ টাকা এই জুয়ায় হেরে গেছি, শুধু টাকা না আমার দোকান ও শখের মোটরসাইকেল বিক্রি করেছি। আজ প্রায় আমি নিঃস্ব হয়েছি। তাই দুধে গোসল করে প্রতিজ্ঞা করলাম আর কখনো অনলাইন জুয়া খেলবো না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh