নাটোর (সিংড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৩:৩৯ পিএম
আপডেট: ২৬ আগস্ট ২০২৪, ১০:২১ পিএম
নাটোরের সিংড়ায় অপচিকিৎসা এবং সিজারের সময় যথাযথ নিয়মনীতি না মানার কারণে সেবা মেডিকেল সেন্টার সিলগালা করে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল রবিবার (২৫ আগস্ট) বিকেল ৩ টায় অভিযান চালিয়ে বন্ধ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সরদার। এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস।
জানা যায়, ৫ মে উপজেলার উদিশা গ্রামের জাহিদের প্রসূতি স্ত্রী তসলিমা খাতুন (২২) নামে একজনকে অবেদনবিদ ডাক্তার এবং এমবিবিএস ডাক্তার ছাড়াই সিজার করা হয়।
ঐ সময় রোগীর পরিবার অভিযোগ করেন, সেবা মেডিকেল সেন্টারের পরিচালক হারুন নিজে অপারেশন করান। এর পর থেকে রোগীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে।
রাজশাহী, ভুক্তভোগীর পরিবার রাজশাহী মেডিকেল কলেজে কয়েক দফা চিকিৎসায় প্রায় দু'লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস বলেন, ঐ ঘটনায় রোগীর পরিবার সিভিল সার্জন বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ করেন। সিভিল সার্জন মহোদয় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দেন। তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ ক্লিনিক সিলগালা করার নির্দেশনা দেয়া হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নাটোর সিংড়া অপচিকিৎসা সেবা মেডিকেল সেন্টার
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh