খাগড়াছড়িতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মেডিকেল সেবা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে জেলা সদরের বটতলী এলাকায় খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও সদর জোনের ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, বন্যা পরবর্তী বিভিন্ন রোগ বালাই প্রতিরোধসহ গাইনী, মেডিসিন ও অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা প্রদানে এ উদ্যোগ। দিনব্যাপী ৩ শতাধিক উপকারভোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল রাকিব।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh